রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

শিল্পকলা একাডেমি থেকে লিয়াকত আলী লাকীর পদত্যাগ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ৪:৫১ pm

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী পদত্যাগ করেছেন।

সোমবার (১২ আগস্ট) তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লিয়াকত আলী লাকী হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

প্রসঙ্গত, লিয়াকত আলী লাকী এক যুগের বেশি সময় ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে ছিলেন। ২০১১ সালের ৭ এপ্রিল তিনি প্রথম নিয়োগ পান। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো পুনঃনিয়োগ পান।

দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ তৈরি হয়। দুর্নীতির অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদও করেছিল।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD