মানিকগঞ্জ প্রতিনিধি: গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে ৮টি দল নিয়ে শুরু হল ঘরোয়া ফুটবল ‘গোবিন্দল ফুটবল টুর্নামেন্ট-২০২৪’। বৃহস্পতিবার (১১জুলাই) মানিকগঞ্জের সিঙ্গাইর সদর ইউনিয়নের গোবিন্দল ফুটবল খেলার মাঠে এই টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এমআরএম ব্রিক্সের সত্বাধীকারী মোয়াজ্জেম হোসেন।
গোবিন্দল জনতা সংঘের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিঙ্গাইর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিঙ্গাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ নেতা মাসুদ আলম দাদন, ৭নং ওয়ার্ড পৌর কমিশনার মাহফুজ সরকার, সিঙ্গাইর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট্য ব্যবসায়ী বাদশা মিয়া, সাবেক ফুটবলার শাহানুর রহমান, আহসান হাবীব, মানিকগঞ্জ জেলা বারের বিজ্ঞ আইনজীবী মো. দ্বীন ইসলামসহ আরো অনেকে।
বক্তারা কোন ধরণের উশৃংখল না করে, সুন্দর ও সুশৃংখল পরিবেশ বজায় রেখে খেলা উপহার দিতে খেলোয়ার ও সংশ্লিষ্ট সকলে আহ্বান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, সিঙ্গাইর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম আব্দুল খালেক, পৃষ্ঠপোষকতায় কেএফসি ব্রিক্সের সত্বাধীকারী আবুল কাশেম। সার্বিক সহযোগিতায় ছিলেন, মজনু মিয়া, মো. সাদেক্কাস, আরিফুর রহমান। এছাড়া মাঠ পরিচালনা করেন গোবিন্দল ফুটবল একাডেমির সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রাহেজ উদ্দিন, খলিলুর রহমান, ওহেদ আলি, আমজাদ হোসেন, বাদশা মিয়া, লিয়াকত হোসেন, আব্দুল হালিমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতশত ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন।
সিঙ্গাইর সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্য থেকে ৮টি ওয়ার্ডের ফুটবাল দল এই টর্নামেন্টে অংশগ্রহন করবে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করে ১নং ওয়ার্ড বনাম ৩নং ওয়ার্ড। দূর্দান্ত দাপুটের সাথে বল পায়ে লড়াই করে এই দুই দল। অবশেষে ৩-২ গোলের ব্যবধানে ১নং ওয়ার্ডের কাছে পরাজয় বরণ করে ৩নং ওয়ার্ড।
খেলা শেষে আনন্দ উল্লাসে মেতে উঠেন ১নং ওয়ার্ডের খেলোয়ার ও সমর্থকবৃন্দ। খেলোয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ১নং ওয়ার্ডের টিম ম্যানেজার রাসেল মাহমুদ।