ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ‘গণহত্যা’র অভিযোগে শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে মানিকগঞ্জের সিঙ্গাইরে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম স্বাধীন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, সাংগঠনিক সম্পাদক আল-মামুন এবং উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগরসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে সেখান থেকে একটি মিছিল বেড় হয়। মিছিলটি পৌর শহরেরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল হোসেন মোকা, সাংগঠিনক সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ সোহেল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম হোসেন, ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের মোল্লা ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।