মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আজ নারীরা সবক্ষেত্রে এগিয়ে চলছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাই বর্তমানে জাতীয় সংসদে নারীরা যে কয়েটি সাধারণ আসনে এমপি আছেন তাদের সংখ্যা আরোও বাড়ানো হবে। শুক্রবার(১৪ জুলাই) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের এ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারীরা কখনো অনিয়ম ও দুর্নীতি করেন না। তারা সততার সাথে দ্বায়িত্ব পালন করে থাকেন। তাই প্রধানমন্ত্রী নারীদের মাইনাস না করে প্লাস করছেন। প্রত্যেকটা কমিটিতে আগামীতে নারীদের প্রাধান্য দেওয়া হবে।
উপজেলায় আওয়ামী মহিলা লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) সামছুন নাহার দিনার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক হাজী ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু প্রমুখ।
উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা আক্তার চায়নার সঞ্চালনায় এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা জাহান, সিঙ্গাইর উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নাজমুল আলম জামালসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।