সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন

‎সিংগাইরে কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ৬:১২ pm


‎মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির। ছাত্রশিবির সিংগাইর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে সিংগাইর সরকারি কলেজ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে অংশগ্রহন করে উপজেলার ৩টি কলেজ ও ৬ টি মাদ্রাসার এইচ,এসসি, আলিম ও সমমান পরিক্ষায় উত্তীর্ণ ২২০ জন মেধাবী শিক্ষার্থী।

এ উপলক্ষ্যে ‎’গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে প্রিয় মেধাবী’ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়। ‎ছাত্রশিবির সিংগাইর উপজেলা সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির বরিশাল মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ডা: সাহিদুর রহমান খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আল মামুন রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিংগাইর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মান্নান, সহকারি সেক্রেটারি আব্দুল মালেক, ছাত্রশিবির বরিশাল মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ডা: এজেড সেলিম, ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আলা মামুন, সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও অ্যাডভোকেট শামিম পাটোয়ারি।

এছাড়া ছাত্রশিবির সিংগাইর উপজেলা শাখার সেক্রেটারি জাহিদ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জামায়াতে ইসলামী সিংগাইর পৌর শাখার সভাপতি আরিফুল ইসলাম, সিংগাইর উপজেলা জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক আব্দুল ওহাব, সিংগাইর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী সেক্রেটারি মাহমুদউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মানছুর প্রমূখ।

‎এদিন অনুষ্ঠানের শুরুতেই ছাত্রশিবিরের পক্ষ থেকে ২২০ জন কৃতি শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সবাইকে সম্মাননা ক্রেষ্ট, বই ও কলম প্রদান করা হয়।

‎এসময় সিংগাইর পৌর ছাত্রশিবির সভাপতি নাঈম হাসান, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সিংগাইর সরকারি কলেজ সভাপতি খালেদ হাসান সিফাত ও সাধারণ সম্পাদক আহাম্মদুল্লাহ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD