মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩সেপ্টেম্বর) সকালে আনুমানিক ৭টার দিকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বলে জানা যায়। ঐ কৃষকের নাম জবেদ আলী (৪৫), তিনি উপজেলার ধল্লা ইউনিয়িনের খাসেরচর গ্রামের লাঙ্গলিয়া খালাসীপাড়া ধলেশ্বরী নদীর উত্তর পাড়ার নুর মোহাম্মদের সন্তান।
জানা যায়, জবেদ আলী খুব ভোরে নিজ জমিতে পেঁপে তোলার জন্য যায়। বাড়িতে আসতে বিলম্ব দেখে তার স্ত্রী শিল্পী আক্তার তাকে চকে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে জবেদ আলীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ও তার ২ ছেলে জনি মিয়া ও হৃদয় হোসেন ঘটনাস্থলে গিয়ে জবেদ আলীকে মৃত দেখতে পায়।
জবেদ আলীর পরিবারের ধারণা কে বা কারা তাকে হত্যা করে রেখে গেছে। তবে পুলিশ জানায় জবেদ আলীর গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সিংগাইর থানার এস আই মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।