জমি নিয়ে বিরোধের জের ধরে মানিকগঞ্জের সিংগাইরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৮ জুন শুক্রবার সকাল ৯ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন ঐ গ্রামের মৃত আদম আলীর ছেলে আহম্মদ আলী (৬০), স্ত্রী সাজেদা বেগম (৫৫), কন্যা মিনু আক্তার (৪০) ও ছেলে শামীম (৩০)।
জানা যায়, হামলার ঘটনায় আহত আহম্মদ আলীর কন্যা রুনু আক্তার বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে ও আরও ৪/৫ জন অজ্ঞাত’এর বিরুদ্ধে সিঙ্গাইর থানায় অভিযোগ করেছে।
তারা হলেন, মোঃ হালিম (৪২), মোঃ রমজান আলী (৪০), সুরুজ মিয়া (৫০), মোঃ শাহা মিয়া (৩৫), সর্ব পিতা- আঃ লতিফ, আকেশ আলী (৫০) পিতা- মৃদ গৈয়জুদ্দিন, রাশেদ (২৫) পিতা- মোঃ বাবুল, বাবুল (৫১) পিতা- আঃ লতিফ, মজিবর (৪৫) পিতা- মৃত গৈয়জুদ্দিন, মারুফ (২০) পিতা- আঃ হালিম, মিঠুন (২১) পিতা- সুরুজ মিয়া ও শহিদুল (২৫) পিতা- আশেক আলী সর্ব সাং-পশ্চিম বাস্তা (ইউপি- ধল্লা), থানা-সিংগাইর, জেলা মানিকগঞ্জ।
কন্যা মিনু আক্তার ও ছেলে শামীমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড় দেয়া হয়। আহম্মদ আলী ও তার স্ত্রী সাজেদা বেগম সিঙ্গাইর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে সিসি টিভির ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।
সিঙ্গাইর থানার তদন্ত ওসি আবু হানিফ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।