মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার (১২ অক্টোবর) বেলা ২টার দিকে তিনি উপজেলার সানাইল সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তি ও সৌহার্দের মধ্যে বসবাস করে আসছেন। সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উৎসবের সঙ্গে পালন করে আসছেন। ধর্ম যার যার, রাষ্ট্রের পক্ষে সবাই সমান। অনেকে আশঙ্কা করেছিল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালন করা যাবে কিনা, কিন্তু এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। দুর্গাপূজা সুন্দরভাবে পালন করা হচ্ছে। যদি আমরা সম্প্রীতি ও সংহতি ধরে রাখতে পারি তাহলে দুষ্কৃতকারীরা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোঃ বশির আহমেদ, সিংগাইর উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহাঙ্গীরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত।