জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে মাদক বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাহরাইলে সায়েস্তা ইউনিয়ন পরিষদের সামনে সায়েস্তা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ সবামেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদকের ব্যবসা করে আসছে। তাদের দলীয় দাপটে কেউ এর প্রতিবাদ করতে সাহস পেতেননা। যারা প্রতিবাদ করতেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতো।
বক্তারা আরো বলেন, এখনো আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী তাদের দলীয় লেবাস বদল করে জামায়াতে ইসলামীর মত ইসলামী মনা দলে অনুপ্রবেশ করে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
বক্তারা জামায়াতে ইসলামীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, যাতে কোন অপরাধী তাদের নিকট আশ্রয় না পায়। সেই সাথে আইন প্রশাসনকে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপের আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে সায়েস্তা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ রাসেল সঞ্চালনায় ও সায়েস্তা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শরিফ মৃধা সভাপতিত্বে এবং সায়েস্তা ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সিজান মৃধার সার্বিক সহযোগিতায় বক্তব্য রাখেন, সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফ উদ্দিন, সায়েস্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলতাফ প্রমুখ।
এর আগে স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সাহরাইল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ ও স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।