মানিকগঞ্জের সিংগাইরের মেদুলিয়া গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে একই পরিবারের ৪ সদস্যের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় পালিয়ে বেড়ানো প্রধান আসামী সন্ত্রাসী আবদুস সামাদ (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ নভেম্বর শনিবার বেলা ৫ টার দিকে সাভারের তেঁতুলঝোড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার তদন্তকর্মকর্তা এস.আই আবদুল জলিল জানান , গতকাল বেলা অনুমানিক ৫টার দিকে সাভারের তেঁতুলঝোড়া নামক এলাকা হতে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে আসামী আবদুস সামাদ কে আটক করা হয়। আজ আসামী সামাদকে আদালতে সপোর্দ করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য যে , গত ১২ নভেম্বর বেলা ৪ টার দিকে সামাদের নেতৃত্বে সিংগাইর উপজেলার মেদুলিয়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে দ্বন্দের জেরে পূর্ব পরিকল্পিতভাবে অন্য আসামী আজাদ, আছর, রাজিয়া বেগম, ফুলজান ও পান্না আক্তারসহ অজ্ঞাত আরও ৩/৪ জন মিলে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম করে । আহতদের দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় আহত পরিবারের অভিবাবক হযরত আলী বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন।