বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

সিংগাইর উপজেলার সহযোগিতায় দখলমুক্ত শায়েস্তা ইউনিয়নের সেই মাঠ

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ১২:৪৮ pm

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা শায়েস্তা ইনিয়নের সাহরাইল বাজারের বহু বছরের দখল হওয়া মাঠটি পুনরুদ্ধার করা হয়েছে।

গত ৬ মার্চ দুপুরে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র আব্দুল কাইয়ুম খান এর নেতৃত্বে মাঠের উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বহু বছর পূর্বের খেলার মাঠটি স্থানীয়রা দখল করে নেয়। গত দুই সপ্তাহ আগে মাঠটি দখল ছেড়ে দিতে দখলদারদের নোটিশ জারি করে স্থানীয় ভূমি অফিস। কিন্তু ওই নোটিশ কেউ কর্ণপাত না করায়, সিংগার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে ভেকু দিয়ে সমস্ত স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, শায়েস্তা ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD