শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন

সিংগাইর মাধ্যমিক শিক্ষদের সাথে মতবিনিময় করেন এমপি মমতাজ

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ৫:৪৭ pm

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মত বিনিময় করেন মানিকগঞ্জ-২ (সিংগাইর হরিরামপুর) আসনের সাংসদ মমতাজ বেগম এমপি।

১৫ জুলাই শনিবার দুপুর ১টায় সিংগাইরের বাকুমে বাউল কমপ্লেক্সে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় সিংগাইরের সকল মাধ্যমিক স্কুলকে জাতীয় করনের দাবি তুলে উপস্থিত শিক্ষকবৃন্দ। তাদের দাবির প্রেক্ষিতে সভার প্রধান অতিথি এমপি মমতাজ বেগম আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, সিংগাইরে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিনি সব সময় বিশেষ গুরুত্ব দিয়ে সব সমস্যা সমাধান করে দেয়ার চেষ্টা করেছেন। আগামীতেও তিনি তা করবেন। সভায় শিক্ষকদের অন্যান্য সকল দাবি পুরনেরও তিনি আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান (ভিপি শহিদ), সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার প্রমূখ।

সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন।

আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, এনামুল হক,নজরুল ইসলাম, বাবু রাধেশ্যাম সাহা,শামসুদ্দিন,দেলোয়ার হোসেন,নুরুল ইসলাম,সহকারী শিক্ষক শাহিনুর রহমান মামুন প্রমুখ।

এছাড়া সিংগাইর উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রায় ৫শত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD