মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ এপ্রিল সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিঙ্গাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক।
এসময় ইউএনও পলাশ কুমার বসু ঐতিহাসিক মুজিবনগর দিবস এর তাৎপর্যের উপর বিষদ আলোচনা করেন।
সভায় আরো বক্তব্য দেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, সিঙ্গাইর উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল আলম, সিঙ্গাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিম আলম।
এসময় উপজেলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলি, ছাত্রছাত্রী, সরকারি কর্মকর্তা, পুলিশ প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।