জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের বড়পার জান্নাতুল মাওয়া কবরস্থানের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩মার্চ রবিবার সকাল ১০ ঘটিকায় কবরস্থান কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ।
স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী জান্নাতুল মাওয়া কবরস্থানটি সংস্কারের কাজে সকলের সহযোগিতা কামনা করেন। যে যেখান থেকে সম্ভব সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।
এ সময় জান্নাতুল মাওয়া কবরস্থান কমিটির সভাপতি ও সিঙ্গাইর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক জাহাবুল ইসলাম, কোষাধক্ষ্য আনোয়ার হোসেন ও ওয়ালিদ হোসেন, জুলমত পোদ্দার, ইসমাইল দেওয়ান, আহসান হাবিব, শাহিনুর ইসলাম, ক্বারী মোহাম্মদ ওসমান, ইজ্জত আলীসহ কবস্থান কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।