বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

সিঙ্গাইরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ১২:৪৮ pm

জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপি পার্টি অফিসের সামনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিউদ্দিন খানের সভাপতিত্বে ও উপজেলা যুব দলের আহ্বায়ক(ভারপ্রাপ্ত) মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও পৌর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান, হাবিবুল আলম মোহম্মদ আলী, ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাহাউদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সাবেক প্রচার সম্পাদক ফকির মহিদুর রহমান, বিএনপি নেতা সানোয়ার হোসেন,
জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন রাজা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সাবেক কাউন্সিল আব্দুল গফুর, সাবেক প্রচার সম্পাদক নূরে আলম বাবুল, সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর ছাত্র দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক ভিপি রফিকুল ইসলাম প্রমুখ।

এদিন উপজেলা, পৌর ও উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত বিএনপি,যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল আহতদের সুস্বাস্থ্য কামনায় ও নিহতের স্বরণে তাদের রোহের আত্মার মাগফেরাত কামনা বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদ্রাসার শিক্ষক মাও. ফরহান হোসেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD