জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিঙ্গাইর উদ্বোধন হল ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ-২০২৪ (অনুর্ধ্ব- ১৭) ফুটবল টুর্নামেন্ট। সিঙ্গাইর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(১০ জুলাই) বিকেল ৪ টায় সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টটি উদ্বোধন করেন উদ্বোধনি অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে ভালো খেলোয়াড় বাছাইয়ে গুরুত্বপূর্ণ এই জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট। প্রতিটি ইউনিয়নের সাথে সবার সম্পর্ক ভালো বজায় রেখে সুশৃংখল ভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে সকলকে সহযোগীতা আহ্বান করেন তিনি।
উপজেলা নির্বাহী ও অফিসার (ইউএনও) পলাশ কুমার বসুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম।
এছাড়াও জেলা পরিষদের সদস্য তমিজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী, ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জিন্নাহ লাঠু, আব্দুল হালিম, আবুল হোসেন মোল্লা, গাজী কামরুজ্জামান, দেওয়ান রিপন হোসেন, মোঃ জাহিনুর রহমান সৌরভ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মোট ১২ টি দল দুটি গ্ৰুপে অংশগ্রহণ করবে।