জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) ১১টার দিকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সম্মাননা স্মারক ও বৃক্ষের চারা বিতরণ।
এদিন সকাল ১১ টার দিকে বেলুন ও শান্তি প্রতিক পায়রা উড়িয়ে জাতীয় যুব দিবস উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় এমপি কন্ঠশিল্পী মমতাজ বেগম। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারি কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল কাইয়ুম খান, মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান ও জেলা আওয়ামী যুব মহিলা লীগের সদস্য সচিব সালেহা জাহান প্রমূখ বক্তব্য দেন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।