সিঙ্গাইর, মানিকগঞ্জ, মানিকগঞ্জের সিঙ্গাইরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ এ শোক সভার আয়োজন করে। ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পপতি দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু।
তিনি তার বক্তব্যে বলেন, আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। তাই রাজনীতির মাঠে নেমে মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি। কারণ আমি মসজিদ মাদ্রাসায় ভোটের আশায় দান করি না। নির্বাচনে জয়-পরাজয়ের পরে আবার দান শুরু করব।
টুলু বলেন, রাজনীতিতে আমার প্রতিপক্ষ যারা আছেন তারা মিথ্যাকে পাপ মনে করে না। কিন্তু আমি মিথ্যাকে পাপ মনে করি। তাই আমি মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের সাথে প্রতারণা করতে পারবনা। নির্বাচনে জয়-পরাজয় যাই হোক আমি আপনাদের পাশে সব সময় থাকবো।
তিনি বলেন, অনেক নেতারা বক্তব্য দেন আমি নাকি সব চেয়ারম্যানদের টাকা দিয়ে কিনে নিয়েছি। আপনারা আর যাই বলেন চরিত্র হরণের বক্তব্য দিয়েন না। এটা আবার কেমন রাজনীতি? একজন মানুষের চরিত্র হরণের অধিকার তো আপনাকে কেউ দেয়নি।
সাবেক ইউপি সদস্য মোঃ শাজাহানের সঞ্চালনায় শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, ইঞ্জি. শাহাদাৎ হোসেন, জাহিদুল ইসলাম ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, জেলা পরিষদের সদস্য তমিজ উদ্দি,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন,কাউন্সিলর শামসুল ইসলাম, কামাল হোসেন ,সাবেক কাউন্সিলর কাউসার আহম্মেদ, পৌর প্যানেল মেয়র সমেজ উদ্দিন প্রমুখ।
এসময় জেলা- উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।