সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নে পবিত্র ঈদ-উল আযাহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার(২৬ জুন) দুপুরে তালেবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৮’শ ৯০ জন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাস্তা-ঘাট,ব্রীজ,কালভার্ট,স্কুল-কলেজ,মসজিদ-মাদ্রাসায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সমাজের হতদরিদ্র মানুষের কথা ভেবে শেখ হাসিনা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী পরিত্যক্ত ভাতা,প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করেছেন। আপনারা শুধু আমার এতিম প্রধানমন্ত্রীর জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। আর উন্নয়নের এ দ্বারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।
তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমজান আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী ইস্কান্দার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ।
এসময় পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার,থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদি হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ মোল্লা, সাধারণ সম্পাদক আবু কাউসারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।