বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

সিঙ্গাইরে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণে মুক্তি

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: শনিবার, ২২ জুন, ২০২৪ ৩:১৭ pm

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের সিঙ্গাইরে মোহাম্মদ জাকির হোসেন (৪৩) নামে এক ফার্ণিচার ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপন নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
প্রতিপক্ষের ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার (২১ জুন) সিঙ্গাইর থানায় এই মামলা করেন অপহৃত ব্যবসায়ী জাকির হোসেন। মামলার আসামিরা হলেন-ঢাকার সাভারের উত্তর চাপাইন এলাকার রাজু শেখ, সিঙ্গাইর উপজেলার নয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবুল হাশেম, তার ছেলে, রাজিব, ভাই জসিম ও তাদের সহযোগী শ্যামল। এ মামলায় অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামী করা হয়েছে।

মামলার এজহার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ঢাকার পন্থপথে অবস্থিত শাহাজালাল কেইন ফার্ণিচার গ্যালারীর স্বত্বাধিকারী জাকির হোসেন, ব্যবসায়ী আব্দুল গফুর ও ফারুক হোসেনের সঙ্গে জমি নিয়ে ঢাকার সাভারের উত্তর চাপাইন এলাকার বাসিন্দা রাজু শেখ ও সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবুল হাশেমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে মামলা হামলার ঘটনা ঘটে। এরই জেরে গত ২০ জুন দুপুরে ব্যবসায়ী জাকির হোসেনকে উপজেলার ভূমদক্ষিন এলাকা থেকে কৌশলে অপহরণ করে ঢাকার আশুলিয়া থানার নির্জন স্থানে নিয়ে যায় রাজু শেখ ও আবুল হাশেমসহ তার সহযোগীরা। সেখানে আটকে রেখে অপহৃত জাকির হোসেনের কাছে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করেন তারা। দাবিকৃত মুক্তিপন দিতে অস্বীকার করলে তাকে প্রচন্ড মারধর করা হয়। এসময় তার কাছে থাকা ৭ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে স্বজনদের কাছ থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নেয় রাজু শেখ ও তার সাঙ্গপাঙ্গরা। এক পর্যায়ে ব্যবসায়ী জাকির হোসেনকে ছেড়ে দেন তারা।

এঘটনায় রাজু শেখকে প্রধান আসামী ও ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন অপহৃত ব্যবসায়ী জাকির হোসেন। মামলার অন্য আসামীরা হলেন, নয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবুল হাশেম, তার ছেলে, রাজিব, ভাই জসিম ও সহযোগী শ্যামল। ঘটনার পর থেকে তারা সবাই পলাতক রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামী রাজু শেখসহ অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব তাদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD