মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের হেমায়েতপুর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিবপুর ব্রিজের নিচে থেকে এক নবজাতকের মরাদেহ উদ্ধার করেছে সিঙ্গাইর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৪জুলাই) বিকেলে এই মরাদেহ উদ্ধার করা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে জানান, কে বা কারা এই নবজাতককে ফেলে চলে যায়। খবর পেয়ে নবজাতকের মরাদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।