এক বছর পর নবীন ও প্রবীণদের সমন্বয়ে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের ১০৩ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সন্ধায় এই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ৩০ জুলাই কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ জুলাই সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আগামী তিন বছরের জন্য স্থানীয় সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগমকে সভাপতি, শহিদুর রহমানকে সাধারণ সম্পাদক ও সায়েদুল ইসলামকে যুগ্ম-সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর এক বছর পর ১০৩ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
কমিটিতে মোট ৯ জন সহসভাপতি ও তিনজন যুগ্ম-সম্পাদক, তিনজন সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন ১৯ জন। এছাড়া ৩২ জনকে উপদেষ্টা ও ৩৫ জনকে সদস্য করা হয়েছে।
৯ জন সহ-সভাপতি হলেন, আলী ইস্কান্দার আহম্মেদ, ডা: রিয়াজুল ইসলাম, আবু নাঈম মো. বাশার, দেওয়ান মনিরুজ্জামান হিরো, মো. রমজান আলী, মো. ছানোয়ার হোসেন, মীর মো. শাহজাহান, অ্যাডভোকেট জাহিদ খান উজ্জল ও অ্যাডভোকেট আলমগীর বাদশা।
তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, সায়েদুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন ও ওবায়েদুল হক।
সাংগঠনিক সম্পাদক তিনজন হলেন, শওকত হোসেন বাদল, হাজী আব্দুল বারেক খান ও অ্যাডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি।
এছাড়া অন্যান্য সম্পাদকীয় পদে যারা স্থান পেয়েছেন তারা হলেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজি কায়সার হামিদ, তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জল, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক ফয়জুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সহ-দপ্তর সম্পাদক মো. কহিনুর ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতাহারুল ইসলাম রেজা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড চিন্ময় বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইতিরানী সাহা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মাস্টার, যুব ও ক্রীড়া সম্পাদক আবুল হোসেন মারুফ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক আব্বাস উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক সাইদুর রহমান পিয়াদা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমাছ হোসেন ও কোষাধক্ষ মো. ওবায়েদুর রহমান।
কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাটাস দিয়ে নবগঠিত পুর্ণাঙ্গ কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।