জসিম উদ্দিন সরকার, (সিঙ্গাইর) মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন থানার নতুন পুলিশ পরিদর্শক (ওসি) মো. জিয়ারুল ইসলাম। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় থানার গোল ঘরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, পুলিশ সাংবাদিক ভাই ভাই, সবার উদ্দেশ্য এক ও অভিন্ন। সাংবাদিকদের সাথে নিয়ে অপরাধ ও মাদকমুক্ত করে সিঙ্গাইর উপজেলাকে সবার জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজ নির্মূলসহ সিঙ্গাইর থানাকে দালালমুক্ত করার ঘোষণা দেন তিনি। এসময় অপরাধমুক্ত সিঙ্গাইর গড়তে উপেজেলার সকল সাংবাদিকের সহযোগিতা চান ওসি জিয়ারুল ইসলাম।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো, শান্তিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন অর রশিদ, উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম, সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মোবারক হোসেন, সদস্য সচিব দৈনিক আজকের পত্রিকার সুজন মোল্লা ও পৃথিবী প্রতিদিন সম্পাদক এফএম ফজলুল হক।
এসময় বাংলা টিভির রেজাউল করিম, দৈনিক আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, ৭১ বাংলা টিভির আবুল কালাম আজাদ বিপ্লব, দৈনিক বাংলাদেশ খবরের সাইফুল ইসলাম, দৈনিক সকালের সময়ের মিজানুর রহমান, দৈনিক আলোকিত সকালের অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েম, জেটিভির আ: গফুর, অনলাইন নিউজ পোর্টাল জনশক্তির প্রকাশক ও ঢাকা প্রতিদিনের সিঙ্গাইর উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন সরকার, তরুনকণ্ঠের মাহমুদুল হাসান, দৈনিক আমার সংবাদের হাবিবুর রহমান রাজিব, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক অধিকারের মিলন মাহমুদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুর রহমান, দৈনিক প্রলয়ের আমিনুর রহমান, আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা ও মুভি বাংলার ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।