শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন

সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ ৮:১৪ pm

জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি সোমবার (৩০ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম।

এছাড়া এদিন বিকেলে উপজেলার আরো দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ও যুগ্ম-সম্পাদক উবাইদুল হক প্রমুখ।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষামুলক মনোমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এসময় থানার পুলিশ পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কহিনুর ইসলাম সানি, যুব ও ক্রীড়া সম্পাদক আবুল হোসেন মারুফ, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, পাইলট বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান ও জেলা আওয়ামী যুব মহিলা লীগের মহিলা লীগের সাধারণ সম্পাদক সালেহা জাহান উপস্থিত ছিলেন।

এছাড়া এদিন বিকেলে উপজেলা বায়রা চর জামালপুর মাদ্রাসার নবনির্মিত ভবন বায়রা বাজার থেকে বাঘার চর খেয়াঘাট পযন্ত নবনিমিত রাস্তা উদ্বোধন করেন সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম। ।

পরে সন্ধার দিকে একই ইউনিয়নের চারাভাঙ্গা এলাকায় উঠান বৈঠক করেন তিনি।

এসব অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD