রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন

সিঙ্গাইর বিএনপির নতুন কমিটির আনন্দ মিছিল

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুন, ২০২৩ ১১:০৮ pm

সিঙ্গাইর (মানিকগঞ্জ):পুনর্বিন্যাসকৃত মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। শনিবার (২৪ জুন) সিঙ্গাইর-চারিগ্রাম সড়কের গোবিন্দল এলাকায় এই মিছিল হয়। এতে অংশগ্রহনণ করে উপজেলা, পৌর বিএনপি ও তার অঙ্গসংগঠনের সহাস্রাধিক নেতাকর্মী।

এদিন বিকাল ৪ টার দিকে সিঙ্গাইর-চারিগ্রাম সড়কের গোবিন্দল জামটি বাজার থেকে মিছিলটি শরু হয়ে গোবিন্দল নতুন বাজার হয়ে একই জায়গায় এসে শেষ হয়।

পরে সেখানে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে পৌর বিএনপি সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র খোরশেদ আলম ভূইয়া জয় প্রমুখ।

বক্তারা পুনর্বিন্যাসকৃত সিঙ্গাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন দেওয়ায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস,এ কবির জিন্নাহকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি,নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ, সহ-সভাপতি মনিরুল হোসেন মোকা, আবদুল হাই, শেখ মোঃ আসাদুল্লাহ আজাদ, আনোয়ারুল হক, আব্দুল ছাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বদরুল আলম খান বাদল, আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক শেখ সাজেদুল আলম স্বাধীন, মো মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক মো. এম এ আওয়াল শরিফ খোকন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডিএম মোজাম্মেল হক সেতু, মো. আক্রাম হোসেন, মুসা বিন আব্দুল হালিম, আব্দুল করিম, মহিদুর রহমান মোল্লা, মো. সাঈদ আলী, জিন্নত আলী, জাহিদ হোসেন জাহানুর, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান শ্যামল, ইমরান খান, মো. বিপ্লব দেওয়ান, আতাউর রহমান আতা, মো. ইমরান খান, রিপন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন, মো. সাঈদুর রহমান আকুল ও সদস্য মো. বেলায়েত হোসেনসহ উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের সহাস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD