সৌদি আরবের হাফার আল-বাতেনে মানিকগঞ্জ জেলা প্রবাসী বাংলাদেশীদের সংগঠন মানিকগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন হাফার আল-বাতেনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্যারামবোর্ড টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে মোট ৮ টি দল অংশগ্রহণ করে।
১০ এপ্রিল বুধবার রাতে টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শোয়াইব ও আকরাম কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেখ আব্দুল্লাহ ও মোঃ সোহেল।
পরে বিজয় ও রানার্সআপ উভয় দলের হতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। চ্যাম্পিয়নদের ২টি ল্যাপটপ ও রানার্সআপ দলের জন্য একটি ল্যাপটপ দেয়া হয়।
মোঃ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি পজেটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল্লাহ মানছুর। এতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটি নেতা মোঃ আহমেদ সোহেল, জাতীয় সেচ্ছাসেবক পার্টির সিংগাইর উপজেলা সভাপতি মোঃ মোসারফ হোসেন, কমিউনিটি নেতা শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশী কমিউনিটি নেতা মোঃ মানিক শেখ, মোঃ নায়েব আলী এবং অলিউল্লাহ সাদ্দাম প্রমুখ।