সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

সৌরভ ব্যতীত দায়িত্ব হারালেন সিংগাইরের সকল ইউপি চেয়ারম্যান

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৫২ pm

জসিম উদ্দিন সরকার, প্রতিনিধি (মানিকগঞ্জ): দায়িত্ব হারালেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাধীন সদর ইউনিয়ন ব্যতীত সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ। ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত না থাকায় জনসেবা বিঘ্নিত হওয়ার তাদের পরিবর্তে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয় সিংগাইর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমানকে।

মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমনটি জানানো হয়েছে।

জানা যায়, সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ নিয়মিত জনসেবা করে আসছেন, নিয়মিত বসেন পরিষদে। গত ৫আগষ্টের পরও থেমেছিলনা তার কার্যক্রম। অন্যদিকে অন্যন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ইউনিয়নবাসীর সেবা দিতে ব্যর্থ হন। এরই প্রেক্ষিতে জাহিনুর রহমান সৌরভকে দায়িত্বে রেখে অন্যন্য সকল ইউনিয়নের চেয়ারম্যানদের দায়িত্ব উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ০৫ আগস্ট থেকে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিংগাইরের সদর ইউনিয়ন ব্যতীত সকল ইউনিয়ন পরিষদসমূহের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি)কে পরিষদসমূহের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ জানান, ৫আগষ্টের পরেও সিংগাইর সদর ইউনিয়নের কার্যক্রম সাভাবিক আছে, জনসেবায় কোন বিঘ্ন ঘটেনি। আমি নিয়মিত পরিষদে উপস্থিত থেকে জনসেবা করে আসছি। আগামীতে এই সেবা অব্যাহত থাকবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) পলাশ কুমার বসু বলেন, জনগণের নিরবিচ্ছন্ন সেবা প্রদানের লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD