রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫০ অপরাহ্ন

২৮ অক্টোবরের মধ্যে দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৩:৫৩ pm

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২৮ অক্টোবর হামলার মধ্যে দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে কাকরাইলের আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর বিএনপি ইসরাইলের মতো হামলা করেছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশ বিক্রি করতেও দ্বিধা করবে না।

তিনি বলেন, সরকার সমস্ত আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর। যারা ইন্ধনদাতা তারাও সমান অপরাধী। এসব অপরাধীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে সরকার।

বিএনপির বিরুদ্ধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হাছান মাহমুদ।

বিএনপি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা এনে আমেরিকার সাথেও প্রতারণা করেছে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD