শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না প্রান্তিক অঞ্চলগুলোতে

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ৫:০৮ pm

শেরপুর জেলা প্রতিনিধি : নভেল করোনা ভাইরাসের প্রকোপে পুরো পৃথিবী স্তব্ধ! লাশ গণনায় ব্যস্ত ইতালি, যুক্তরাষ্ট্র ও স্পেনের মতো দেশ যারা কিনা প্রযুক্তিতে বহুলাংশে এগিয়ে। ভয়াবহতা আমাদের দেশেই বা কম কিসে? নমুনা পরীক্ষা আর আক্রান্ত হওয়ার অনুপাতের দিকে তাকালে টনক নড়ার কথা সকলের।

গত ২৪ ঘন্টায় ২১৯০ টি নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের সংখ্যা দাড়ায় ২৬৬। নতুন করে ১৫ জন সহ মোট মারা গেছে ৭৫ জন।

কিন্তু তাতেও যেনো বুঝানো যাচ্ছে বাঙালিদের। প্রশাসনের টহলদারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সতর্কতা কার্যক্রম, আর টেলিভিশনে হরদম সচেতনতার বার্তা প্রচারেও ঘরে আটকে রাখা যাচ্ছে না প্রান্তিক অঞ্চলের মানুষদের।

শেরপুর জেলায় ইতোমধ্যে ৯জন করোনায় আক্রান্ত হওয়ায় গত বুধবার রাত ১০টায় লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

কিন্তু আজ বিকালে শেরপুর জেলার সিমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতী বাজারে মানুষের আনাগোনা দেখা গেলো বরাবরের মতোই। রাস্তায়ও হরদম চলছে যানবাহন। ঝিনাইগাতী উপজেলায় এরই মধ্যে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত। তবুও সচেতনতার বেড়াজালে নিজেদের আটকাচ্ছেন না অধিকাংশই। কয়েকজনের সাথে কথা বলে জানা গেলো, অতি নগণ্য কারণেও ঘর থেকে বের হচ্ছেন অনেকে।

এমত অবস্থায় করোনা সংকট মোকাবেলায় প্রশাসনের কঠোরতম ব্যবস্থা গ্রহণ আর সতর্কতার সব্বোর্চ পর্যায় অবলম্বন ব্যতীত উপায়ান্তর নেই।

লাইট নিউজ শেরপুর প্রতিনিধি

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD