মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

সুপেয় পানি নিয়ে শ্রমজীবি মানুষের পাশে জেলা প্রশাসক

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ৫:১৮ pm

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
তীব্র গরম ও তাপদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে বেড় হওয়া শ্রমজীবি মানুষের জন্য বিনামূল্যে বিশুদ্ধ সুপেয় নিরাপদ ঠান্ডা পানি বিতরণ কেন্দ্র চালু করেছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা প্রশাসন। ‘তীব্র তাপদাহে পর্যাপ্ত পানি পান করুন সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সংলগ্ন শহিদ রফিক স্মরণীতে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সুপেয় ঠান্ডা পানি বিতরণ কেন্দ্র সরোবর উদ্বোধন করেন জেলা প্রশাসক রেহেনা আকতার। এসময় খেটে খাওয়া শ্রমজীবি মানুষের হাতে বিশুদ্ধ নিরাপদ সুপেয় পানি তুলেদেন তিনি।

পানি বিতরণ কেন্দ্র সরোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু, সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. উজ্জল হোসেন ও সার্টিফিকেট সহকারি (নাজির) চৈতন্য চন্দ্র শীলসহ সেবাগ্রহীতা বিভিন্ন শ্রমজীবি মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু বলেন, প্রচণ্ড গরমে যখন জনজীবন বিপর্যস্ত তখন মানবিক কারণে শ্রমজীবি খেটে খাওয়া মানুষের জন্য বিশুদ্ধ নিরাপদ ঠান্ডা পানি বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে। তীব্র তাপদাহ যতদিন থাকবে বিশুদ্ধ নিরাপদ ঠান্ডা পানি বিতরণ কার্যক্রম ততদিন চলবে

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD