শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

হোম কোয়ারেন্টিনেই থাকবেন খালেদা জিয়া

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ৪:৪০ pm

নির্ধারিত ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হলেও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত খালেদা জিয়া হোম কোয়ারেন্টিনেই থাকবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মোবাইল ফোনে গণমাধ্যমের কয়েকজন সাংবাদিককে এ কথা বলেন তিনি। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ফখরুল বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণে এখন সারাবিশ্বের যে অবস্থা এবং সারাদেশ এখন লকডাউনের মতো হয়ে গেছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ১০০% তাকে (খালেদা জিয়া) কোয়ারেন্টিনে থাকতে হবে। সেখানে তিনি নিরাপদ আছেন। এখন তিনি সম্পূর্ণ হোম কোয়ারেন্টিনের পরিবেশেই থাকবেন।’ বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করি, এর মধ্যে (কোয়ারেন্টিন অবস্থায়) ম্যাডাম ভালো থাকবেন। যখন এই (করোনাভাইরাস সংক্রমণ) পরিস্থিতির সমস্যাটা কমবে, তখনই পরবর্তী অবস্থার কথা আমরা চিন্তা করবো।’

দলীয় প্রধান খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম যথেষ্ট অসুস্থ। এখনও উনার অসুখের ইনফ্যাক্ট ইম্প্রুভমেন্ট খুব বেশি হয়নি। একটা মূল বিষয় ছিল যে, তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া, আমাদের দাবি ছিল। দুর্ভাগ্যজনকভাবে তারা (সরকার) বলেছেন যে, দেশের বাইরে যাওয়া যাবে না।’

ফখরুল আরও বলেন, ‘দেশের অভ্যন্তরে চিকিৎসা সেবার যে অবস্থা তাতে করে তো সব ডাক্তারও সার্ভিস দিতে পারছেন না। তার যে ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, যতটুকু পারছেন তারা তাকে দেখেছেন। তারা দেখছেন এবং একটা চিকিৎসা দিয়েছেন। আমরা আশা করি যে, এর মধ্যে উনি ভালো থাকবেন।’

উল্লেখ্য, গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে খালেদা জিয়া ছয় মাসের জন্য মুক্তি পান। এরপর থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।

এদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের চিকিৎসার সবকিছু লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তত্ত্বাবধান করছেন।

লাইটনিউজ/এসআই

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD