শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন

ডেঙ্গু বাড়ার কারণ জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ৪:১২ pm

মশা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরও সারাদেশে ডেঙ্গু মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের অসচেতনতাকে দায়ী করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, এবার পৃথিবীর ১৪৮ দেশে ডেঙ্গু মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব এবং মানুষের অসচেতনতার কারণে। আবহাওয়াজনিত কারণে সারাদেশে এডিস মশা ছড়িয়ে যাওয়ায় দেশজুড়ে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। তবে ঢাকাসহ শহরকেন্দ্রিক ডেঙ্গু আক্রান্তের হার তুলনামূলক বেশি।

তিনি বলেন, সারাদেশে দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পৌরসভা মেয়র ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মশকনিধনে কীটনাশক আমদানি এখন থেকে উন্মুক্ত করা হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মশকনিধন কার্যক্রম অব্যাহত আছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সবাইকে সচেতন হতে হবে। এ বছর কেবল ঢাকাতেই না, সারাদেশে এডিস মশার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। দুঃখজনকভাবে মৃত্যুও হচ্ছে। এবার শহরকেন্দ্রিক এডিস মশা মাত্রাতিরিক্ত। মশা নিয়ন্ত্রণ আমাদের কার্যক্রমে কোনো ঘাটতি থাকলে আপনারা রিপোর্ট করুন, আমরা সে অনুসারে ব্যবস্থা নেব।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD