বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

তিন দিনের কর্মসূচির ডাক বিএনপির

জনশক্তি ডেক্স:
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ৪:২৮ pm

খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (১৫ আগস্ট) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ১৬ আগস্ট সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৭ আগস্ট সারাদেশে লিফলেট বিতরণ ও ১৯ আগস্ট সকল মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

রিজভী আরও বলেন, অবৈধ, লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ আগস্ট যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সকল মহানগরে গণমিছিল করা হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD