মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

জর্ডানে করােনাভাইরাস রােধে কঠোর পদক্ষেপ

মোঃ খোকন মিয়া, জর্ডান প্রতিনিধি:
  • আপডেট সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২০ ৬:১৯ pm

জর্ডানের করােনাভাইরাস মােকাবেলায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘােষণা করা হয়েছে । স্থগিত করা হয়েছে সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এবং স্থল , সমুদ্র বন্দর দিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা জারি

করা হয়েছে । ছাড়াও মসজিদ – গিজাসহ প্রার্থনালয়গুলাে বন্ধ রাখার নির্দশনা দেওয়া হয়েছে । শনিবার ( ১৪ মার্চ ) দেশটির প্রধানমন্ত্রী ওমর রাজ্জাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব সিদ্ধান্তসহ আরও কিছু পদক্ষেপের ঘােষণা দিয়ে বলেন , সারাবিশ্বে দ্রুত । ছড়িয়ে যাওয়া করােনাভাইরাস মােকাবেলায় সরকার নাগরিক ও প্রবাসীদের সুরক্ষায় এইসব প্রতিরােধ ব্যবস্থা গ্রহণ করেছে । জারি করা নির্দেশনা বলা হয় , রবিবার ( ১৫ ই মার্চ ) থেকে দু ‘ সপ্তাহের জন্য বন্ধ থাকবে কিন্ডারগার্টেন , নার্সারি , স্কুল , বিশ্ববিদ্যালয় , কলেজ , প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান । শিক্ষা মন্ত্রণালয় চলতি সপ্তাহে জাতীয় টিভি চ্যানেলগুলােতে এবং পরের সপ্তাহে মন্ত্রণালয়ের ই লার্নিং সাইটের মাধ্যমে দূরশিক্ষণ কর্মসূচিতে পাঠদান চালিয় যাবে ।

বিবৃতিতে বলা হয় , মঙ্গলবার ( ১৭ মার্চ ) থেকে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত জর্ডানের সঙ্গে সকল দেশের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে । পাশাপাশি , দেশের স্থল ও সমুদ্রবন্দর এবং বিমানবন্দর দিয়ে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক সংস্থার সদস্যদের ভ্রমণ নিষেধাজ্ঞার ছাড় দেওয়া হবে , যদি তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরােপিত পদক্ষেপগুলি পর্যবেক্ষণ করে , যাতে ১৪ দিনের নিজে কোরায়েন্টাইনে থাকেন ।

জর্ডানের যেসব নাগরিক অন্য দেশে কর্মরত আছেন তাদেরকে সেসব দেশে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী । পার্শ্ববর্তী দেশগুলি থেকে জর্ডানীয়রা যারা ফিরে আসতে চান তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম । সাপেক্ষে স্থল ও সমুদ্রসীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন । দেশের সিনেমা হল , ক্রীড়া কমপ্লেক্স বন্ধসহ সমস্ত পাবলিক অনুষ্ঠান ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে । জনসাধারণকে জানাজা ও বিবাহসহ সামাজিক অনুষ্ঠানের জন্য জড়াে না নির্দেশ দেওয়া হয়েছে । প্রধানমন্ত্রী সমাবেশ এড়িয়ে চলতে , যথাসম্ভব বাড়িতে থাকতে এবং প্রয়ােজন ছাড়া বের না হবার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন । করােনাভাইরাস প্রতিরােধমূলক ব্যবস্থা হিসাবে ফতােয়া কাউন্সিলের নির্দেশনায় মসজিদে পাঁচ নামাজ এবং জুমার নামাজ স্থগিত করা হয়েছে । তবে মসজিদে আযান দেওয়া এবং শুক্রবার

টিভি স্টেশনগুলি থেকে একসঙ্গে জুমার নামাজের খুতবা সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে । অন্যদিকে গীর্জা । কাউন্সিলের নির্দেশনায় নিয়মিত প্রার্থনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । গির্জায় ঘন্টার বাজিয়ে প্রার্থনার আহবান অব্যাহত থাকবে । পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত রবিবার পর্যন্ত হাসপাতাল ও কারাগার পরিদর্শন নিষিদ্ধ । প্রত্নতাত্ত্বিক সাইটগুলি জীবাণুমুক্তকরণের লক্ষ্যে জন্য এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে । অন্যদিকে স্পাের্টস ভেন্যু , সিনেমা , সুইমিং পুল , স্পাের্টস ক্লাব এবং যুব কেন্দ্রগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রয়েছে । ক্যাফে এবং রেস্তোঁরাগুলিতে শিশার সেবন নিষিদ্ধ । এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুসারে ক্যাফে এবং রেস্তোঁরাগুলিকে টেবিলের মধ্যে দূরত্ব বজায় । রাখতে হবে । মন্ত্রণালয় , সরকারী বিভাগ এবং সরকারী ও সরকারী প্রতিষ্ঠানে কাজ চলবে । বেসরকারী খাত হিসাবে , “ শিল্প ও বাণিজ্য চেম্বার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযােগিতায় শ্রমিকদের সুরক্ষা এবং ব্যবসায়ের ধারাবাহিকতা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে , বিবৃতিতে উল্লেখ করা হয়েছে । বিবৃতিতে উপসংহারে এসেছে যে এই সমস্ত

সহযােগিতায় শ্রমিকদের সুরক্ষা এবং ব্যবসায়ের ধারাবাহিকতা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে , বিবৃতিতে উল্লেখ করা হয়েছে । বিবৃতিতে উপসংহারে এসেছে যে এই সমস্ত প্রক্রিয়াগুলি তাদের বাড়ানাে বা স্থগিত করা বা অতিরিক্ত পদ্ধতি অবলম্বন করতে হবে তা নির্ধারণ করার জন্য পর্যায়ক্রমে পর্যালােচনা করা হবে

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD